আত্নকথন – ১

অতীত থেকে বলছি —

মিথ্যার আশ্রয় নেইনি,

যত্ন আর ভালবাসার কমতি ছিল না,

সততা নামক একটা আপেক্ষিক গুণ ছিল,

তবু তাকে ধরে রাখা যায়নি,

তবু সে আমায় ভালবাসতে পারেনি।

 

বর্তমানে নিজেকে

নষ্ট মানুষ বলতে দ্বিধা নেই আমার –

সত্যের সাথে চরম বিরোধ,

ভুলে গেছি যত্ন আর ভালবাসার ধরন,

সততার তলানিটুকুও অবশিষ্ট নেই,

তেষ্টা পেলে শেষ কবে তা জলে মিটিয়েছি মনে নেই।

 

নষ্ট হলেও তোমার ঘৃণা আমায় স্পর্শ করতে পারবে না।

বিত্তহীন যে আমাকে ভালবাসা যায়নি,

বিত্তবান সেই আমাকে ঘৃণা করলেই তা মানবো কেন?

এখানে আপনার মন্তব্য রেখে যান